২৯ জনকে নিয়োগ দেবে ডিপিডিসি
জনবল নিয়োগ দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি দুই পদে ২৯ জন কর্মকর্তা নিয়োগ দেবে। এ লক্ষ্যে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)।
পদসংখ্যা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদে ১৯ জন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) বা অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স/ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক বা এমবিএ পাস হতে হবে এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি) পদে আবেদনের জন্য কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশন/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের (www.dpdc.org.bd) এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
পদ দুটিতে আগামী ২৪ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...