বান্দরবানে সাংগ্রাই উৎসব চলবে ৪ দিন
বান্দরবানে মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই আয়োজনের প্রস্তুতি শেষ করা হয়েছে। উৎসব চলবে চারদিনব্যাপী।
সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সভাপতি মংচিনু মারমা আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের রিস্বংসং রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান।
মংচিনু মারমা জানান, এবারের সাংগ্রাই উৎসবের প্রতিপাদ্য- ‘অতীতের ব্যর্থতা আজ মুছে দিয়ে যায়, নতুনের অঙ্গীকার আর উদ্দীপনায়, ছুটেছি ছুটেছি সম্মুখে ছুটেছি সত্য সুন্দরের সম্ভাবনায়।’
অনুষ্ঠানে উৎসব আয়োজনের বিস্তারিত বর্ণনা দেন মংচিনু মারমা। তিনি জানান, আগামী ১৩ এপ্রিল সোমবার সকাল ৮টায় পুরাতন রাজবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য সাংগ্রাই র্যালির মাধ্যমে উৎসব শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
র্যালিতে মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, চাক, খেয়াং, খুমী, বম, লুসাই, পাঙ্খোয়া সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং শিশু-কিশোরসহ সব বয়সের নারী-পুরুষ অংশ নেবেন। এ ছাড়া ওই দিন দুপুরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রাজবাড়ী মাঠে ‘বসস্ক পূজা’ অনুষ্ঠিত হবে।
পরদিন ১৪ এপ্রিল দুপুরে জেলার উজানীপাড়ার সাঙ্গু নদীর চরে অনুষ্ঠিত হবে পবিত্র বুদ্ধমূর্তি স্নান। স্থানীয় রাজগুরু কিয়াং থেকে ভান্তেরা (বৌদ্ধ ধর্মীয় গুরুরা) কষ্টিপাথর এবং স্বর্ণের বৌদ্ধ মূর্তি নিয়ে হেঁটে নদীর চরে সমবেত হবেন। সেখানে সম্মিলিত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
১৫ ও ১৬ এপ্রিল পুরাতন রাজবাড়ী মাঠে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী জলকেলী বা পানি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে মারমা শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীগোষ্ঠী নাচ-গান পরিবেশন করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর মংহ্নচিং মারমা, সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কোকোওয়াই মারমা, মনমংচিং মারমাসহ উদযাপন পরিষদের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।