পাহাড়ি শিশুদের যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
পাহাড়ি শিশুদের যৌন নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচেতন ছাত্রসমাজের ব্যানারে মারমা স্টুডেন্ট কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী এবং ছাত্রছাত্রীরা বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি হ্লামংচিং মারমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উছাচিং মারমা, মংচিমং মারমা, মস্তু মারমা, উথান মারমাসহ অন্যান্য ছাত্র-ছাত্রীরা।
বক্তারা অভিযোগ করেন, গত ৩০ মার্চ চকলেট খাওয়ানোর কথা বলে জেলার থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে মো. জাফর আলম নামের এক জিপগাড়ির চালক অশ্লীল ভিডিও ও ছবি দেখিয়ে তিন শিশুকে যৌন নির্যাতন করেন।
তবে ঘটনাটি সত্য নয় বলে প্রতিবেদকের কাছে দাবি করেছেন জাফরের পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে তাঁদের কয়েকজন বলেন, একজন বয়স্ক লোক চার-পাঁচ বছরের শিশুদের কীভাবে যৌন নির্যাতন করবে। জমি-সংক্রান্ত বিরোধে পরিকল্পিতভাবে জাফরকে ফাঁসানো হয়েছে।
বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাশৈচিং মারমা জানান, শিশুদের নির্যাতনের অভিযোগে সালিস করে জাফরকে শাস্তি দেওয়া হয় ও জরিমানা করা হয়। কিন্তু শিশুদের অভিভাবকরা সালিস না মেনে ওই ঘটনায় থানচি থানায় মামলা করেন। ঘটনার জেরে গত ৬ এপ্রিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সালিস থেকে পুলিশ জাফরকে গ্রেপ্তার করে নিয়ে যায় ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী জানান, শিশুদের নির্যাতনের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।