মানিকগঞ্জে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়েছে। এর আগে গত বুধবার রাতে জেলা প্রশাসকের রাজস্ব শাখার সার্ভেয়ার বশির আহম্মদ বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
জেলা প্রশাসকের কার্যালয় ও মামলার বিবরণে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানের বালুমহালের দরপত্র আহ্বান করা হয়। গত বুধবার বিকেল ৫টার দিকে সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল তাঁর সংগঠনের প্রায় ৪০ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সার্ভেয়ার বশির আহম্মদের কাছে দরপত্র কিনতে যান।
অফিস খোলা রাখার সময় শেষ হওয়ায় বশির আহম্মদ তাঁদের বৃহস্পতিবার আসতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে রুবেলসহ নেতাকর্মীরা বশিরকে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিষয়টি জানতে পেরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই দিন রাত ১১টার দিকে বশির আহম্মদ সদর থানায় একটি মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা সাংবাদিকদের জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা বালুমহালের দরপত্র কিনতে গেলে কর্মকর্তারা গড়িমসি করায় বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে ঘটনার দিন রাতেই জেলা ক্রীড়া সংস্থায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়।