শেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল পুলিশ
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে শেরপুর জেলা পুলিশ। আজ শুক্রবার দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১৫ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক হায়দর আলী, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হীরু, কমিউনিটি পুলিশের সভাপতি লুৎফর রহমান মোহন, মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ অদু, পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, মতিউর রহমান মতি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান।