পাহাড়ের সম্ভাবনাকে তুলে ধরার আহ্বান
পার্বত্য অঞ্চলের সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ২৪ পদাতিক আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ। এ সময় তিনি সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার কথাও বলেন।
আজ শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি ও গুইমারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তোফায়েল আহমেদ এ আহ্বান জানান। গুইমারা রিজিয়ন সদর দপ্তরের অফিসার্স মেসে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাহাড়ের অপার সম্ভাবনাকে তুলে ধরার আহ্বান জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, দেশের এক-দশমাংশ ভূখণ্ড পার্বত্য চট্টগ্রাম এক সম্ভাবনার নাম। এই পাহাড়ই পাল্টে দিতে পারে দেশের অর্থনীতির চিত্র। এখানে হাজার হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। কোনো বিশেষ মহলের স্বার্থে এ সম্ভাবনা নষ্ট হতে পারে না।
সাংবাদিকরা সমাজবদলের হাতিয়ার, তাঁরাই এই ঘুনেধরা সমাজে পরিবর্তন আনতে পারেন উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। চাঁদাবাজির টাকা কোথায় যায়, কী কাজে ব্যবহার হয় এমন প্রশ্ন তুলে তিনি সাংবাদিকদের এসবের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন।
সভায় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রিয়াজুল কবীর, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবদুল বাতেন খান, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রাব্বি আহসান, পলাশপুর ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান, যামিনীপাড়া ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমিনুল হক, রামগড় ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়া, মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান প্রমুখ বক্তব্য দেন।