৫৩ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কর কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪ চট্টগ্রাম। বিভিন্ন গ্রেডে আটটি পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে । আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ড্রাইভার, নোটিশ সার্ভার, অফিস সহায়কসহ নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদ সংখ্যা
আটটি পদে সর্বমোট ৫৩জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর/স্নাতক/সমমান ডিগ্রিধারীসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষাতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://ctzx4.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৩০ জুন, ২০১৯ সকাল ১০টায় এবং শেষ সময় ২৫ জুলাই, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : ডেইলি স্টার, ২৬ জুন, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে