ভেড়ামারায় নিখোঁজের ২৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের ২৫ দিন পর হামিদ (৪০) নামের এক যুবকের বস্তাবন্দী গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ভেড়ামারার পদ্মা নদীর রাইটা পাথরঘাটে লাশটি পাওয়া যায়।
হামিদ ভেড়ামারা উপজেলার রাইটা এলাকার আহম্মদের ছেলে। ১৯ মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গত ২১ মার্চ হামিদের ভাই মতি সর্দার ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন।
এলাকাবাসী জানায়, রোববার রাতে ডুবে যাওয়া একটি নৌকা খুঁজতে স্থানীয় লোকজন আজ সোমবার সকালে ভেড়ামারা রাইটা পাথরঘাটে পদ্মা নদীতে নামেন। দুপুর ১২টার দিকে পাথরচাপা দেওয়া একটি বস্তা পানির নিচ থেকে তাঁরা উদ্ধার করেন। বস্তার ভেতরে একটি গলা কাটা গলিত লাশ পাওয়া যায়। উদ্ধারের পর হামিদের স্ত্রী ও ভাই মতি সর্দার পোশাক দেখে লাশ শনাক্ত করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, রাইটা ঘাট থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামিদের বিরুদ্ধে ঈশ্বরদী, নাটোর ও লালপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।