পার্বত্য প্রতিমন্ত্রী খাইলেন পান্তা, গাইলেন বর্ষবরণের গান
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। উৎসবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর পান্তাভাত খেয়েছেন, গেয়েছেন বর্ষবরণের গান। তাঁর সাথে কণ্ঠ মিলিয়েছেন জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন, জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশও।
আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় রাজার মাঠ থেকে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের নেতৃত্বে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এখানকার বসবাসরত পাহাড়ি-বাঙালিসহ ১৪টি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, শিশু-কিশোর এবং নারী-পুরুষরা নিজস্ব পোশাকে ভিন্ন ভিন্ন সাজে অংশ নেয়।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, ডিজিএফআইয়ের জেলা কর্মকর্তা কর্নেল শেখ শফিউল ইমাম, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা।
শোভাযাত্রা শেষে রাজার মাঠ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তাভাত, ইলিশ, আলু ভর্তাসহ নানা খাবারের ব্যবস্থা ছিল। প্রতিমন্ত্রীসহ অতিথিরা সেখানে টেবিল পেতে খাবার খান। পরে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে মাইক্রোফোন নিয়ে ওঠেন বীর বাহাদুর। তিনি গেয়ে ওঠেন পুরোনো সেই দিনের কথা, বলবে কে রে আয়...’। মঞ্চে তাঁর সাথে কণ্ঠ মেলান জেলা ও দায়রা জজ, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারসহ অন্যরা। এ ছাড়া পাহাড়ি-বাঙালি, শিশু-কিশোর, শিল্পী এবং পুলিশ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় চলে ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেলে পুরুষদের বলীখেলা ও মহিলাদের দাঁড়িয়াবান্দা খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।