ঢাবিতে যৌন হেনস্তা : ৭ সদস্যের তদন্ত কমিটি
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে কয়েকজন নারীকে উত্ত্যক্ত ও যৌন হেনস্তার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ।
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আগামী এক সপ্তাহ, অর্থাৎ ২৩ এপ্রিলের মধ্যে তদন্তসংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীদের প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক অধ্যাপক নাসরিন আহমেদের দপ্তরে অফিস চলাকালে লিখিতভাবে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, বিশ্ববিদ্যালয়ে ‘নারী নির্যাতনবিরোধী কমিটি’ হয়েছে। পয়লা বৈশাখের অপ্রীতিকর ঘটনার তদন্তের ভার তাদের ওপর দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
গত ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে যৌন হেনস্তার শিকার হয়েছেন কয়েকজন নারী। একদল যুবক টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে বাধা দিতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।
এদিকে, যৌন হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।