৮৭ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অধীনে শূন্য পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হবে। মৎস্য অধিদপ্তর একটি পদে মোট ৮৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
ক্ষেত্র সহকারী
পদসংখ্যা
মোট ৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগসহ উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান থেকে মাৎস্যবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বেতন ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (www.fisheries.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে পরিচালক, প্রকল্প বাস্তবায়ন ইউনিট, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), মৎস্য অধিদপ্তর অংশ, কক্ষ নং-৯১৩, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২৯ আগস্ট, ২০১৯ পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ৫ আগস্ট, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে