উপাচার্যকে লাঞ্ছনার প্রতিবাদে আন্দোলনে উত্তাল রাবি
ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন এ আন্দোলনে শামিল হওয়ায় আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাবি।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রগতিশীল শিক্ষকসমাজসহ বিভিন্ন বিভাগ নিজ উদ্যোগে অপরাধীদের শাস্তির দাবিতে মৌন মিছিল, র্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছে। এ ছাড়া এ ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর বিচারের দাবি করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে প্রগতিশীল শিক্ষকসমাজ।
সমাজবিজ্ঞান বিভাগের মানববন্ধন
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগ মমতাজ উদ্দিন কলাভবনের পশ্চিম গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপাচার্য ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ওয়ারদাতুল আকমামসহ তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।
একই সময় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলাভবনের সামনে থেকে সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি র্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক শর্মিষ্ঠা রায়, অধ্যাপক আশরাফুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উপাচার্যের দফতরে এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনের জন্য হুমকি। এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের সবাইকে এক হয়ে এ ঘটনার প্রতিবাদ জানাতে হবে।
ফোকলোর বিভাগের মানববন্ধন
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে ফোকলোর বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক মোবাররা সিদ্দিকা, অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, অধ্যাপক আবুল হাসান চৌধুরী, অধ্যাপক আখতার হোসেন, অধ্যাপক তারিকুল আহসান, সহকারী অধ্যাপক অনুপম হীরা, উদয় শংকর বিশ্বাস, আমিরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন থেকে উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত সাংসদ ওমর ফারুক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ ছাড়া তাঁদের দল থেকে বহিষ্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।