জাবিতে শুরু হচ্ছে জাতীয় প্রযুক্তি উৎসব
আইসিটি ফর এনভায়রনমেন্ট’—এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৪ ও ২৫ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হবে ‘প্রথম জাতীয় প্রযুক্তি উৎসব-২০১৫’।বিশ্ববিদ্যালয়ের ‘আইটি সোসাইটির’ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার রাতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান বিজয় এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
দুই দিনব্যাপী এ প্রযুক্তি উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে আউটসোর্সিং, সাইবার ক্রাইম, থ্রিডি ও গেম ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা, প্রযুক্তিবিষয়ক নাটিকা এবং কনসার্ট।
প্রযুক্তি উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
প্রযুক্তি উৎসবের ইভেন্টগুলো হচ্ছে—আইটি প্রজেক্ট প্রদর্শনী (মোবাইল অ্যাপস ও ওয়েব অ্যাপস), আইটি কুইজ এবং গেমিং প্রতিযোগিতা (ফিফা এবং এনএফএস)। দেশের প্রায় ১০টি কলেজ ও ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করবে বলে জানান আনিসুর রহমান।
শিক্ষার্থীরা এ উৎসবে অংশগ্রহণ করতে চাইলে ০১৭৯১৩২৭২৫২, ০১৬৭৭১০০৮৭০ এবং ০১৯১৫৯৭৮১৮২ নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ছাড়া বিশেষ প্রয়োজনে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও রয়েছে। উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করতে পারেন www.juits.org ঠিকানায়। অথবা বিভিন্ন তথ্যের জন্য দেখতে পারেন উৎসবের ফেসবুক পেজ www.facebook.com/juitsbd।