নেত্রকোনায় বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজন নিহত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের আলিম উদ্দিনের ছেলে মজলিসপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল হক (১৪) আজ সোমবার বিকেল ৪টার দিকে বৃষ্টির সময় স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসার পথে সে বজ্রপাতে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশের তাড়াইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে মাস্কা ইউনিয়নের রায়পুর গ্রামের সোয়াদ মিয়ার ছেলে আতিকুল ইসলাম (২৫) হাওরে ও গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া গ্রামের রাসেল মিয়া (১২) বাড়ির পাশে ধান কাটার সময় বজ্রপাতে মারা যায়।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।