সোমালিয়ায় জাতিসংঘের বাসে আল-শাবাবের বোমা : নিহত ১০
সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পুন্টল্যান্ডের রাজধানী গারোউইতে জাতিসংঘের কর্মীদের বহনকারী একটি বাসে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। সোমবারের এ ঘটনায় জাতিসংঘের অন্তত ১০ কর্মী নিহত হয়েছেন।
বাসটি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কর্মীদের বহন করছিল। নিহতদের মধ্যে সাতজন সোমালিয়ার, দুজন কেনিয়ার ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। সোমালিয়ার পুলিশের বরাত দিয়ে এ কথা জানিয়েছে রয়টার্স।
সোমালিয়ার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহি মোহাম্মদ বলেন, ‘এই বিস্ফোরণে এক বিদেশি নাগরিকসহ জাতিসংঘের ১০ কর্মীর মৃত্যু হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘জাতিসংঘের কর্মীদের বহনকারী একটি বাসে বোমা হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের কার্যালয়ের কাছেই হামলাটি হয়। বোমাটি সম্ভবত মিনিবাসে আগে থেকে পেতে রাখা হয়েছিল।’
বোমা হামলার পর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাতিসংঘের কর্মীদের বহনকারী মিনিবাসটির ছাদ উড়ে গেছে, সব জানালা ভেঙে গেছে।
আল-কায়েদাসংশ্লিষ্ট সোমালিয়ার ইসলামী জঙ্গিগোষ্ঠী আল-শাবাব মঙ্গলবার ভোরে এক ভিডিওবার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব জাতিসংঘকে ‘সোমালিয়ার ঔপনিবেশিক শত্রু’ হিসেবে আখ্যায়িত করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা গারোউইয়ে জাতিসংঘের কার্যালয়কে লক্ষ্য করেই হামলা করেছিলাম। হামলায় আমরা কয়েকজনকে হত্যা করেছি। আহত হয়েছে কয়েকজন। তারা সোমালিয়ায় ঔপনিবেশিক শক্তির তাঁবেদার।’
সোমালিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি নিকোলাস কে টুইটারে বলেন, ‘এ ঘটনায় তিনি ব্যথিত। প্রাণহানির ঘটনা চরম বেদনাদায়ক।’
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় জাতিসংঘের কর্মীদের ওপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে। বেশির ভাগ হামলাই হয়েছে দেশটির রাজধানী মোগাদিসুতে এবং সাধারণত বিদেশিরা থাকে এমন স্থানে। গত সপ্তাহে সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয়ে এক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হন। গত বছরের ডিসেম্বরে এক হামলায় জাতিসংঘের চারজন কর্মী নিহত হন।