‘এ দেশের প্রতিটি কৃষক একেকজন বিজ্ঞানী’
এ দেশের প্রতিটি কৃষক একেকজন বিজ্ঞানী বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনায় উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
দেশকে উন্নতির শিখরে পৌঁছার প্রতিটি ধাপে কৃষকের অপরিসীম ভূমিকার কথা উল্লেখ করে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘এ দেশের প্রতিটি কৃষক একেকজন বিজ্ঞানী। তাঁদের অক্লান্ত পরিশ্রমে দিন দিন আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার পরও ফসলি মাঠ কমে গেলেও খাদ্যঘাটতি দেখা দেয়নি; বরং দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
এ সময় বিভাগীয় কমিশনার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরে ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সে সঙ্গে দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রয়াস ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি আবদুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূইয়া, চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মামুন পারভেজ, ইউপি চেয়ারম্যান সেলিম প্রধান, মাওলানা আবু তাহের, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহসিন সরকার, শিক্ষক প্রতিনিধি কমল বক্সী, সাহিদা আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসকসহ (সার্বিক) রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
পরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার চান্দিনা উপজেলার সিকিউরিটি মনিটরিং সেন্টার, লাইব্রেরি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নবনির্মিত বাসভবনের উদ্বোধন করেন।