জাবিতে ভবনে স্থান বরাদ্দের দাবিতে প্রতীকী অনশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিক ও কম্পিউটার বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ভবন’-এর বরাদ্দ করা স্থান বুঝিয়ে দেওয়ার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
একই দাবিতে গত ১ এপ্রিল থেকে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভাগের সব শিক্ষা কার্যক্রম বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
প্রতীকী অনশন চলাকালে বিভাগের সহযোগী অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাগুলোর সিদ্ধান্ত অনুযায়ী অফিস আদেশ জারির মাধ্যমে বরাদ্দ করা ‘ভূতাত্ত্বিক বিজ্ঞান, ইলেকট্রনিক ও কম্পিউটার বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ভবন’-এর তৃতীয় তলার ২৮ হাজার বর্গফুট পরিবেশ বিজ্ঞান বিভাগকে বুঝিয়ে দিয়ে বিভাগের শিক্ষা কার্যক্রম সচল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক এ এইচ এম সাদৎ, এ. কে. এম. রাশিদুল আলম, মোহাম্মদ এমাদুল হুদা, সহকারী অধ্যাপক আব্দুল কাদির ইবনে কামাল, প্রভাষক মির্জা এ. টি. এম. তানভীর রহমান, ফাহমিদা পারভীনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে বিভাগীয় সভাপতি অধ্যাপক এ. এন. এম. ফখরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে পরিবেশ বিজ্ঞান বিভাগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে জনসংযোগ করবে তারা। পরের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে কালোপতাকা মিছিল করবে শিক্ষক-শিক্ষার্থীরা।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবুল হোসেন আজ দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যেই এ ব্যাপারে একটি বণ্টন কমিটি করে দিয়েছি আমরা। এক সপ্তাহের মধ্যেই সে কমিটি প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তাদের চাহিদা অনুযায়ী আরো এক সপ্তাহ সময় বৃদ্ধি করেছি আমরা। আশা করছি এ সপ্তাহের মধ্যেই প্রতিবেদন পাব। প্রতিবেদন পেলে দ্রুত সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’