১৭৯ জনকে নিয়োগ দেবে রাজশাহী সিটি করপোরেশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী সিটি করপোরেশন। ৪২টি পদে সর্বমোট ১৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। মহিলা ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
৪২টি পদে সর্বমোট ১৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাসসহ ডিপ্লোমা/ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং কয়েক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানো যাবে আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : প্রথম আলো, ১৭ নম্বর পৃষ্ঠা, ২৫ আগস্ট, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে