চাটখিলে বন্দুক ও গুলি উদ্ধার
নোয়াখালীর চাটখিল উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ সাতটি একনলা বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার ডাক্তারের বাড়ির রান্নাঘরের পিছন থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
পুলিশ জানায়, সকালে জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শিকদার মো. হাসান ইমাম ও চাটখিল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. নাসিমসহ একদল পুলিশ এ অভিযান চালায়।
এএসপি শিকদার মো. হাসান ইমাম সাংবাদিকদের জানান, কয়েকজন ব্যক্তি দক্ষিণাঞ্চল থেকে কয়েকটি টুকরি ও বস্তায় ভরে কাঁকড়া এনে ফেলে রেখে চলে যায়। এতে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ কাঁকড়ার টুকরি ও বস্তার নিচ থেকে অস্ত্র, থ্রি নট থ্রি রাইফেলের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে বলে জানান এএসপি।
চাটখিল থানার ওসি মো. নাসিম জানান, এ ব্যাপারে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।