নিয়োগ দেবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট
বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট অসামরিক শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট ১২টি পদে ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
সহকারী প্রকৌশলী (মেটালার্জিক্যাল/মেকানিক্যাল), অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), ইউডিসি, অফিস সহকারী, স্টোর সহকারী, দক্ষ কারিগর (মেকানিক্যাল), দক্ষ কারিগর, ভেহিকেল, মেকানিকস, ড্রাইভার ও সিকিউরিটি গার্ড।
পদসংখ্যা
১২টি পদে সর্বমোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাসসহ ডিপ্লোমা/উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং এক থেকে ছয় বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
প্রার্থীর সদ্যতোলা রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : ব্যবস্থাপনা পরিচালক, বালাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানো যাবে আগামী ৯ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ২৫ আগস্ট, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে