রংপুরে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত মনীষা আক্তার দিনাজপুর জেলার মকবুল হোসেনের মেয়ে।
রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদ জানান, ডেঙ্গু আক্রান্ত মনীষাকে গত ২৬ আগস্ট প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকরা তার অভিভাবককে রমেকে রেফার্ড (স্থানান্তর) করার পরামর্শ দেন। ওই দিনই মকবুল মেয়েকে রমেক হাসপাতালে নিয়ে আসেন।
ডা. সুলতান বলেন, ‘মনীষাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। যেখানে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে।’
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সারা দেশে ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১১ শতাংশ কমেছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ১৫৭ জন ভর্তি হয়েছেন। সারা দেশে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা পাঁচ হাজার ২২২ জন, যা আগের দিনের তুলনায় দুই শতাংশ কম।
সরকার এ পর্যন্ত ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা শতাধিক। মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের পাঁচ জেলায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।