অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ
টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়সমূহের শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। টাঙ্গাইল জেলা প্রশাসন পাঁচটি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সার্টিফিকেট সহকারী, পরিচ্ছন্নতাকর্মীসহ নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদসংখ্যা
পাঁচটি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ২২ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন (১৪, ১৬ ও ২০তম গ্রেড) গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীকে ‘জেলা প্রশাসক কার্যালয়, টাঙ্গাইল’ বরাবর আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ২২ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : www.tangail.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে