পিরোজপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় বিএনপির পিরোজপুর সদর থানার আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।
সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার কামরুজ্জামান চানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ বদিউজ্জামন রুবেল।
এ সময় বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। সরকারের বিরুদ্ধে কিছু বললেই হামলা-মামলা হয়। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।