বাগেরহাটে মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার
বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদকদ্রব্য ও জাল নোট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার চিংগুড়ী গ্রামের একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, মাদকদ্রব্য বিক্রেতা বাবুল শেখ ইয়াবাসহ মাদকের একটি চালান নিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযানে যায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল শেখ পালিয়ে যান। পরে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা, ২৭০ পুরিয়া হেরোইন, নগদ ১৩ লাখ টাকা, এক কেজি গাঁজা ও ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মাদক সিন্ডিকেটের হোতা বাবুল শেখকে ধরতে পুলিশের অভিযান চলছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বাবুল শেখ চিতলমারী উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। তাঁর কয়েকটি সিন্ডিকেট এই ব্যবসা করে এলাকার যুবকদের নেশায় আসক্ত করছে।