মাধ্যমিক পাসেই নিয়োগ, ন্যূনতম বেতন ৮৫০০ টাকা
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস ও জেলা লিগ্যাল এইড অফিসের জন্য শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা পাঁচটি পদে মোট ৯৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে সব জেলার নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
কোর্ট লিগ্যাল এইড অ্যাসিস্টেন্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, ডেসপাস রাইডার ও জারিকারক
যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোর্ট লিগ্যাল এইড অ্যাসিস্টেন্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও বেঞ্চ সহকারী পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।এবং কিছু কিছু পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন-ভাতা
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে
কোর্ট লিগ্যাল এইড অ্যাসিস্টেন্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী পদের বেতন ৯৩০০-২২৪৯০ টাকা
ডেসপাস রাইডার পদের বেতন ৮৮০০-২১৩১০ টাকা এবং
জারিকারক পদের বেতন ৮৫০০-২০৫৭০ টাকা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://nlaso.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : কালের কণ্ঠ, ৫ সেপ্টেম্বর, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে