ব্রুনাইয়ের ইউনিভার্সিটির সঙ্গে ড্যাফোডিলের চুক্তি
বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রুনাইয়ের ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ আলী (ইউনিসা)। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, শিক্ষা ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিকে গতিশীল করার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত ২১ এপ্রিল মঙ্গলবার, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান এবং ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ আলীর রেক্টর ড. হাজি নোরারফান বিন হাজি জয়নাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ইউনিসার ডেপুটি রেক্টর ড. মোহাম্মদ হুসাইন, সহকারী রেক্টর ড. আরমান এবং ইউনিসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিআইইউর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় বিভিন্ন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এবং দেশের বাইরে দুটি সেমিস্টারের জন্য বিদেশে শিল্পসহায়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
চুক্তি অনুযায়ী খুব শিগগির ইউনিসার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শনে আসবে এবং এরপর ড্যাফোডিলের একটি প্রতিনিধিদল ইউনিসা পরিদর্শনে যাবে।