ফেসবুক ব্যবহারকারী
চার মাসে বেড়েছে পাঁচ কোটি
একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে যে ওয়েবসাইটের যাত্রা শুরু, সেটি বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়ার ইতিহাস। বিশ্বব্যাপী এখন প্রতি মাসে ১৪৪ কোটি মানুষ নিয়মিত ফেসবুক ব্যবহার করেন।
গত বছরের শেষ চার মাসে এই সংখ্যা ছিল ১৩৯ কোটি। অর্থাৎ গত চার মাসে ফেসবুকে যোগ হয়েছে আরো পাঁচ কোটি ব্যবহারকারী।
বুধবার, ফেসবুকের এক প্রতিবেদনে এই বছরের প্রথম চার মাসে তাদের আয় দেখানো হয়েছে। সেই প্রতিবেদনেই নিয়মিত ব্যবহারকারীর এই সংখ্যা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেস্কটপ এবং মোবাইল থেকেই বেশির ভাগ মানুষ ফেসবুক ব্যবহার করেন।
এসব ব্যবহারকারীর মধ্যে ১২৫ কোটি তাঁদের ফোন এবং ট্যাবলেটের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন। শুধুমাত্র মোবাইলে ফেসবুক ব্যবহার করেন ৫০ কোটি ৮১ লাখ ব্যবহারকারী।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটার জানিয়েছে, বিশ্বব্যাপী মোবাইল বিজ্ঞাপনের বাজারে ১৭.৪ শতাংশ দখল করে আছে ফেসবুক। এর বাজারমূল্য প্রায় সাড়ে ৪০০ কোটি ডলার। অনলাইন বিজ্ঞাপনের নিজেদের আধিপত্য বাড়াতে ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার সার্ভিস হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে ফেসবুক।