মাধ্যমিক পাসেই নিয়োগ দেবে কৃষি মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কৃষি মন্ত্রণালয় চারটি পদে মোট পাঁচজনকে নিয়োগ দেবে। মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
গ্রাফিক ডিজাইনার, ভিডিও ক্যামেরামান, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা
চারটি পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজাইন বা পেইন্টিং বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন-ভাতা
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে (www.ais.gov.bd) ঠিকানায়।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ৭ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : www.ais.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...