বর্ষবরণে নারী হেনস্তার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
পহেলা বৈশাখে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী হেনস্তার প্রতিবাদে নেত্রকোনায় নারী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ছোটবাজার শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, নারী অধিকার কর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চিকিৎসক এম এ হামিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নারীনেত্রী তাহেজা বেগম, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংস্কৃতিক সংগঠক সাইফুল্লাহ এমরান প্রমুখ।
বক্তারা নারী হেনস্তাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।