নেত্রকোনায় বিনামূল্যে রোগীদের চোখের চিকিৎসা
নেত্রকোনায় বিনামূল্যে রোগীদের চোখের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। স্বেচ্চাসেবী প্রতিষ্ঠান আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে সাতদিনব্যাপী এই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার সকালে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, আহমদ তাহরি আল মিম্বার, ডা. সামছুল হোসেন প্রমুখ।
আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালক ডা. আবু সাঈদ ও ডা. শাহ নেওয়াজের নেতৃত্বে ২০ সদস্যের চিকিৎসা দল এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এখানে রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ ও অপারেশনের ব্যবস্থা রয়েছে।
প্রথম দিনে পাঁচ শতাধিক রোগীকে ছানি অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়েছে। আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা করছে, সাতদিনে তারা অন্তত পাঁচ হাজার রোগীকে সেবা দিতে পারবে।