কঙ্গোতে নৌকাডুবি, নিখোঁজ ৩৬
আফ্রিকার দেশ কঙ্গোয় নৌকাডুবিতে ৩৬ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে। গত রোববার কঙ্গোর রাজধানী কিনশাসার পূর্বাঞ্চলের কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ খবর জানিয়েছে।
দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, মাই-এনদোম্ব রাজ্যের বালিবাম্বি থেকে নৌকাটি রাজধানীর দিকে যাচ্ছিল। পথে কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে মামবুটুকা এলাকার কাছে রোববার নৌকাটি ডুবে যায়। এ দুর্ঘটনায় ৭৬ জনকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও কঙ্গোর এই এলাকাগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ও অতিরিক্ত ওজনবাহী কার্গো দেখা যায়। আর এ কারণে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া আফ্রিকার কেন্দ্রীয় অঞ্চলের দেশটিতে সড়ক যোগাযোগের অবস্থা নিম্নমানের বলেও জানা গেছে।