ঝিনাইদহ জেলা পরিষদে চাকরির সুযোগ
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। ঝিনাইদহ জেলা প্রশাসক পাঁচটি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। মহিলা ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
নাজির-কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা
পাঁচ পদে সর্বমোট ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং কয়েক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের নিয়ম
প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : জেলা প্রশাসক কার্যালয়, ঝিনাইদহ।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পাঠানো যাবে আগামী ১৫ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।
সূত্র : www.dcjhenaidah.gov.bd।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে