আলজেরিয়ায় হাসপাতালে আট নবজাতক দগ্ধ হয়ে নিহত
আলজেরিয়ার একটি হাসপাতালে লাগা অগ্নিকাণ্ডে আট নবজাতক পুড়ে মারা গেছে। মঙ্গলবার হাসপাতালটির নবজাতক বিভাগে আগুন ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় আল-ওয়েদ প্রদেশের আল-উম বাশির বিন নাসের হাসপাতালে ভোর ৪টার দিকে আগুন লাগে। এতে আট নবজাতক সম্পূর্ণ পুড়ে যায়। এ কারণে তাদের চেনাও যাচ্ছে না।
এ সম্পর্কে দেশটির নাগরিক সুরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া এবং ধোঁয়ার কারণে নবজাতকরা মারা গেছে। আগুন লাগার পর নবজাতক বিভাগ থেকে ১১ শিশু, ৩৭ জন নারী এবং ২৮ জন কর্মীকে বের করে আনা হয়।
আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ মিরাউই আগুন লাগার ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের শুরু হয়।