ভূমিকম্পে রাবির তিন ভবনে ফাটল
ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি হলসহ তিনটি ভবনে ফাটল দেখা দিয়েছে। আজ রোববার দুপুরে ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল, প্রশাসন ভবন-১ ও তৃতীয় বিজ্ঞান ভবনে এ ফাটল দেখা যায়। তবে ফাটলগুলো তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের ৩১৫ ও ৩১৬ নং রুমের বেশ কিছু জায়গায় ফটল দেখা দিয়েছে। তৃতীয় বিজ্ঞান ভবনের পূর্ব গেটের দ্বিতীয় তলার সিঁড়ি ফেটে গিয়ে দালান থেকে কিছুটা সরে গেছে। একই ভবনের চতুর্থ তলায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের একটি কক্ষের ভেতরে এবং বাহিরে লম্বাভাবে অনেকটা জায়গায় ফাটল দেখা দিয়েছে। নতুন করে নির্মিত কক্ষগুলোর মধ্যে চতুর্থ তলার দুটি কক্ষই উত্তর দিকে কিছু অংশ হেলে গেছে। এ ছাড়া প্রশাসনিক ভবন ১-এ সামান্য ফাটল দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু রেজা বলেন, ‘চতুর্থ বিজ্ঞান ভবনের উত্তর ও দক্ষিণ পাশে নতুনভাবে নিচতলা থেকে কক্ষ তৈরি করা হয়েছে। এসব কক্ষের অনেকই এখনো কোনো বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়নি।
এরই মধ্যে আমাদের বিভাগের সামনে ভবনের ভেতরে এবং বাহিরে ভূমিকম্পের পর ফাটল দেখা দিয়েছে। এতে একটা আতঙ্ক দেখা দিয়েছে বলেও জানান অধ্যাপক মো. আবু রেজা।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘আমীর আলী হল, তৃতীয় বিজ্ঞান ভবনে ফাটলের কথা আমি শুনেছি। বিষয়টি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিষয়টি জানানোর পরই বোঝা যাবে কি জন্য এই ফাটল দেখা দিল।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীর বলেন, ‘আমরা ফাটলগুলো দেখেছি তবে সেগুলোতে তেমন ভয়ের কিছু নেই। গুরুত্বানুযায়ী আমরা সেগুলো মেরামতের ব্যবস্থা করব।’