সাগরে চীনের দ্বীপ নির্মাণ নিয়ে আসিয়ানের আশঙ্কা
দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের প্রচেষ্টা আঞ্চলিক সম্প্রীতি নষ্টের আশঙ্কা করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোট আসিয়ান। চীন এমন জায়গায় এই দ্বীপ নির্মাণ করছে যে জায়গাটি চারটি রাষ্ট্র নিজেদের বলে দাবি করে আসছে। আজ সোমবার মালয়েশিয়ায় ১০ জাতির সংগঠন আসিয়ানের বার্ষিক সম্মেলনের আগে এক বিবৃতিতে এই অঞ্চলের নেতারা এমন দাবি করলেন।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীনের কয়েকটি দেশের দাবির বিষয়টি আসিয়ান গুরুত্ব সহকারে দেখছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে দ্বীপ তৈরির ফলে এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব নষ্ট হতে পারে।
আজ সোমবার কুয়ালামপুরে আসিয়ানের বার্ষিক সম্মেলন চলছে। এটি এমন সময়ে হচ্ছে যখন স্যাটেলাইটে তোলা দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ নিয়ে অনেক দেশের মধ্যে অসন্তুষ্টি দেখা দিয়েছে। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, চীনের বিশালাকৃতির সব জাহাজ কৃত্রিম দ্বীপের অঞ্চলের বালু ফেলছে।
আসিয়ানের পক্ষ থেকে বিরোধপূর্ণ সাগরে চীনের দ্বীপ তৈরি নিয়ে ১০ জাতির পররাষ্ট্রমন্ত্রীদের তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। এর আগে গতকাল রোববার চীনের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানায় ফিলিপাইন।
এর আগেও চীনের আধিপত্যের বিরুদ্ধে আসিয়ানের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। তবে চীনে বিপুল বাণিজ্য ও কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত আসিয়ান কোনো রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি।
দক্ষিণ চীনের যে অঞ্চলের দ্বীপ তৈরি হচ্ছে, তার দাবিদার চীন ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনেই। অঞ্চলটি খনিজ ও মৎস্যসম্পদের প্রাচুর্য ছাড়াও বিশ্ববাণিজ্যেও বিশেষ গুরুত্ব বহন করে। চীন বরাবরই পুরো অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে। চীনের এই দাবির কারণে মাঝেমধ্যেই এই অঞ্চলে সংঘাতের শঙ্কা দেখা যায়।