রাবিতে সড়ক চিত্রে নারী হেনস্তার প্রতিবাদ
বাংলা নববর্ষ উৎসবে ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সড়ক চিত্র অঙ্কন এবং মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের সামনে ‘বিচার হবে না?’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালন করে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।
কর্মসূচি চলাকালে পিচঢালা রাস্তায় নারী হেনস্তার প্রতিবাদে বিভিন্ন চিত্র অঙ্কন এবং সংলাপ ও স্লোগান লেখেন শিক্ষার্থীরা। ‘এবার তোরা মানুষ হ!’, ‘নারীর প্রতি নিপীড়নকে না বলুন’, ‘কবে জাগবে বিবেক তোমাদের?’, ‘নিপীড়কদের শাস্তি পেতে আর কত অপেক্ষা?’, ‘প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না’- এমন হাজারো সংলাপ-স্লোগান লেখেন বিক্ষুব্ধরা। এ সময় তাঁরা হাতে হাত রেখে মানববন্ধনও রচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারিফ অয়নের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ সেলিম অন্তু, মুরসালিন শাহ্ প্রমুখ।
বক্তারা বলেন, ‘শাস্তি তো দূরের কথা, ঘটনার এত দিন পরও পুলিশ এখন পর্যন্ত নিপীড়কদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের শঙ্কা, এ ঘটনায় জড়িতদের শাস্তি না হলে দেশে নারী নিপীড়নের ঘটনা আরো বৃদ্ধি পাবে। তাই অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এর বিচার চাইতে থাকব।’