বুয়েট ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি
শিক্ষককে মারধরের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার এবং সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ কনকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। পাশাপাশি জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় বাস্তবায়ন নিয়ে ফেসবুকে মন্তব্যের কারণে বুয়েটের শিক্ষক জাহাঙ্গীর আলমের শাস্তি দাবি করেছে ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ মে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ মে দেশব্যাপী শিক্ষাপ্রতষ্ঠানে মানববন্ধন এবং ১১ মে বুয়েট শহীদ মিনারে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যের জের ধরে গত ১২ এপ্রিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শিক্ষকরা লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্টের ভিত্তিতে ১৮ ও ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় শিক্ষককে মারধরের ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দুই ছাত্রলীগকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন বুয়েট শিক্ষার্থী সিয়াম হোসাইন।