মুহাম্মদ (সা.) এর ছবি আর আঁকবেন না শার্লি এবদোর কার্টুনিস্ট
ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর আর কোনো কার্টুন আঁকবেন না বলে জানিয়েছেন ফ্রান্সের শার্লি এবদো পত্রিকার শীর্ষ কার্টুনিস্ট লুজ। এক ফরাসি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির কার্টুন আঁকা প্রসঙ্গেও একই অবস্থান ব্যক্ত করেন বলে জানিয়েছে রয়টার্স।
গত জানুয়ারিতে ফ্রান্সের বিদ্রূপ সাপ্তাহিকটির প্রচ্ছদে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে তাঁর আঁকা একটি কার্টুন প্রকাশিত হলে সেটির জের ধরে ব্যাপক আন্দোলন-বিক্ষোভ শুরু হয়। একসময় হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে।
গতকাল বুধবার লেজ্যাঁরকুপতিব্ল সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ওই সাক্ষাৎকারে লুজ বলেন, ‘আমি আর কখনোই মুহাম্মদ (সা.)-এর ছবি আঁকব না। ওসব আর টানে না। সারকোজির মতো মুহাম্মদেরও ছবি আঁকতে আঁকতে আমি ক্লান্ত। এঁদের এঁকে জীবন কাটিয়ে দেওয়ার মানে হয় না।’
লুজ বলেন করেন, ‘সন্ত্রাসীরা জিতেনি। ফ্রান্সের সব মানুষ যদি ঘাবড়ে যায়, তাহলেই কেবল তারা জিততে পারে।’
জানুয়ারি মাসে লুজের আঁকা সবশেষ ওই প্রচ্ছদে দেখা যায়, মুহাম্মদ (সা.) এর ছবির ওপর লেখা রয়েছে, ‘আমিই শার্লি’। এর নিচে লেখা ছিল, ‘সবাইকে ক্ষমা করা হলো।’ সংখ্যাটি প্রায় আশি লাখ কপি ছাপা হয়েছিল বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
শার্লি এবদো পত্রিকার অফিসে জিহাদিদের হামলায় ১২ জন নিহত হওয়ার পর পত্রিকাটির এ সংখ্যাটি প্রকাশিত হয়।