কেউ গানের মানুষ, কেউ বা বড় পর্দায় দর্শকের মন জিতেছেন অভিনয়ের জোরে। সৌন্দর্য কিংবা আবেদনে তাঁরা সব সময়েই থাকেন গ্ল্যামার জগতের স্পটলাইটে। গাড়ি নিয়ে তাঁদের মাতামাতি ভীষণ রকম। চলাফেরার বাহনটি তাঁদের কেবল ব্যয়বহুল তাই নয়, সবাইকে অবাক করে দেওয়ার মতো ডিজাইন আর মডেলই জোগাড় করেছেন তাঁরা। মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী বিয়োন্স নোয়েলসের কথাই ধরুন। তাঁর গাড়িটি কেবল আভিজাত্যেই নেই, সৌন্দর্যেও অসামান্য। ১৯৫৯ মডেলের সিলভার-ক্লাউড রোলস রয়েলস কনভার্টিবলের এই গাড়ি তিনি খরিদ করেছেন মাত্র ১০ লাখ মার্কিন ডলারে! ছবি : সংগৃহীত