সেচখালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
কুষ্টিয়া শহরতলিতে সেচখালে নেমে গোসল করার সময় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে লাহিনী বটতৈল গ্রামে জিকে সেচ প্রকল্পের খালে এ দুর্ঘটনা ঘটে।
বিশাল লাহিনী বটতৈল বিদ্যাপিঠ স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং হরিশংকরপুর মহল্লার আবু তৈয়ব শেখের ছেলে।
বিশালের চাচা সাইফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, বিকেল ৩টার দিকে বিশাল তার কয়েকজন বন্ধুর সাথে জিকে সেচ প্রকল্পের খালে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিশালকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।