নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না মিস ফিলিপাইন পিয়া আলোনজো উরজবাক। একটু আগেই ২০১৫ সালের ‘মিস ইউনিভার্স’ হিসেবে মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিইয়েরেজের নাম ঘোষণা করেছিলেন উপস্থাপক স্টিভ হার্ভে। তবে পরক্ষণেই নিজের ভুল শুধরে নিয়ে এবারের মুকুটজয়ী হিসেবে উরজবাকের নাম ঘোষণা করেন তিনি। লাস ভেগাসের দি এক্সিস থিয়েটারে স্থানীয় সময় গতকাল রোববার মারাত্মক এই ভুলের জন্য শুধু উপস্থাপকই নন, আয়োজকদের পক্ষ থেকেও পরে ক্ষমা চাওয়া হয়। ছবি : রয়টার্স