যুক্তরাষ্ট্রের লাসভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর দি অ্যাক্সিস থিয়েটারে ‘মিস ইউনিভার্স ২০১৫’ প্রতিযোগিতায় সুইমস্যুট পর্বে অংশ নেন বিভিন্ন দেশের সেরা সুন্দরীরা। স্থানীয় সময় গত রোববার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের সব সুন্দরীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স’ নির্বাচিত হন ‘মিস ফিলিপাইন’ পিয়া আলোনজো উরজবাক। ছবি : এএফপি