মুন্সীগঞ্জে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকায় হাজার বছরের পুরোনো কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
সকালে আমানুল্লাহ শেখের বাড়ির পুকুরের মাটি কাটার সময় লোকজন কষ্টিপাথরের মূর্তি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে।
হাতিমারা পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় পুকুরের মাটি কাটার সময় ১০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি পাওয়া গেলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
এর আগে গত ২৩ এপ্রিল প্রায় ৩৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তির নিচের অংশ উদ্ধার করে পুলিশ। আজ একটি মূর্তির ওপরের অংশ উদ্ধার করা হয়। এটা আগের মূর্তিটিরই কোনো অংশ কি না, এ বিষয়ে কিছু জানা যায়নি।