কুষ্টিয়ায় হাটের ইজারা নিয়ে সংঘর্ষে আহত ২৫
কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় গ্রামের ঘরবাড়ি ভাঙচুর করে আগুন দেয় উভয় পক্ষের লোকজন। ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, কমলাপুর বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও ইউনিয়ন পরিষদের (সদস্য) শাহ্জাহান আলীর মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজারে আজ শনিবার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। বাজারে পুলিশ অবস্থান করছে শুনে কয়েক ঘণ্টা থেমে দুপুরের দিকে তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ ছাড়া ফসলিজমি নষ্ট ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের জেনারেল হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ-ছয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মোট ২৫ জনকে আটক করা হয়। বিকেলে এদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন দুজনকে তিন মাস, ১৯ জনকে দুই মাস ও চারজনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। পরে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।