নেত্রকোনায় ধানকাটা নিয়ে হামলা, আহত ৯
নেত্রকোনা সদর উপজেলার কচুডোয়ারি গ্রামে ধান কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় অন্তত নয়জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরের এই হামলায় ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে শাহেরা বেগম (৬০), রুবেল মিয়া (১৮), রাজীব (১৬) ও নূর মোহাম্মদকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মোখশেদ মিয়া (৭২), সাহেরা খাতুন (৪৫), মো. শাহজাহান (৩৫), লাইলী বেগম (৩৮) ও নূরজামালকে (৩৬) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, সদর উপজেলার রৌহা ইউনিয়নের কচুডোয়ারি গ্রামের মোখশেদ মিয়া ও মানিক মিয়ার মধ্যে জমি নিয়ে শত্রুতা চলছিল। সকালে মোখশেদ মিয়া তাঁর জমিতে ধান কাটতে শ্রমিক পাঠান। ধান কাটতে বাধা দেন মানিক মিয়া ও তাঁর লোকজন। এর জের ধরে দুপুরে মানিক মিয়ার লোকজন গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর লোকদের জড়ো করেন। পরে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোখশেদ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে লোকজনকে আহত করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে।