পরিচালনা শুরু করায় স্টার ট্রেক সিরিজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ-খ্যাত জাস্টিন লিনের ওপর। ২০১৩ সালে ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ বক্স অফিসে ঝড় তোলার তিন বছর পর রুপালি পর্দায় আছে পরবর্তী চলচ্চিত্রটি। অভিনয়ে তাঁদের পূর্ব চরিত্রগুলোকে প্রাণদান করবেন ক্রিস পাইন, জ্যাকারি কুইন্টো, জো সালডানা প্রমুখ। চলচ্চিত্রটি মুক্তি পাবে ২২ জুলাই। ছবি : সংগৃহীত