১৩ থেকে ১৯ পর্যন্ত বয়সকে ধরা হয় কৈশোর বা ‘টিনেজ’ হিসেবে। এমন সময়ে জীবনে হঠাৎ তৈরি হয় বাড়তি চাহিদা, বাড়তি চাওয়া, আর সেটা মেটানোর জন্য চাই টাকা-পয়সা। কিশোর-কিশোরীদের যে অনেক চাহিদা থাকে তাও নয়। তারপরও দেখা যায়, অভিনয়শিল্পী বা গায়ক অনেক তারকাই ছিলেন, যাঁরা কিশোর বয়সেই বনে গিয়েছিলেন বিশাল অর্থকড়ির মালিক। তাঁদের অনেকেই এখন কৈশোর পেরিয়ে পা রেখেছেন যৌবনে। এটা আন্দাজ করাই যায় যে শীর্ষস্থানে কে থাকবেন—অবশ্যই জাস্টিন বিবার! আপাতত হিসাবে বলা যায় যে তাঁর ব্যাংকেই জমা রয়েছে অন্তত ২০ কোটি মার্কিন ডলার। ছবি : এএফপি