প্রচণ্ড সম্ভাবনাময় শিশু অভিনেতা হিসেবে সুযোগ পেয়েও নিজের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে পারেননি, এমন উদাহরণ চাইলেই মিলবে গণ্ডা গণ্ডা। তবে কেউ কেউ কিন্তু ঠিকই প্রমাণ করেছেন নিজেদের ক্ষমতা। ‘হ্যারি পটার’ দেখেননি, এমন হলিউডপ্রেমী মেলা ভার। তবে সবার পরিচিত ‘হ্যারি পটার’ ওরফে ড্যানিয়েল র্যাডক্লিফের কিন্তু শুরু এখান থেকে নয়! ২০০১ সালে ‘দ্য টেইলর অব পানামা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ছবি : সংগৃহীত