চাঁদপুর থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর শহরের একটি পরিত্যক্ত স্থান থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা বিএনপির অফিসের পেছনে পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে চাঁদপুর মডেল থানার পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের পেছনের একটি পরিত্যক্ত স্থান থেকে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসব অস্ত্র এখানে মজুদ করেছিল বলে ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।