আগের দিনই বার্লিনের রেড কার্পেট ইভেন্টে সবাই দেখেছে তাঁর তারকা রূপ। সেই জাঁকজমক ছাপিয়ে অনন্য মাতৃরূপ ফুটে উঠল হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শার্লিজ থেরনের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে একেবারেই সাধারণ পোশাকে দুই সন্তানকে নিয়ে নামেন তিনি। শিশুকন্যা অগাস্ট কোলে আর ছেলে জ্যাকসন ধরে রয়েছে মায়ের হাত। সত্যিই, সন্তানের দেখভাল করার জন্য যেন আর কাউকে দরকার নেই শার্লিজের। ছবিটি স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারি-২০১৬, সোমবার তোলা। ছবি : সংগৃহীত